যার প্রেমের প্রেমিকা হয়ে
আড়ালে মরি কাব্য লিখে
‘সে’ কি আমাকে দেখে?


যার প্রেরণায় স্ফূর্ত থাকি
‘সে’ থাকে কোথায় হায়!
তাঁরে দেখা নাহি যায়।


যার আশিসে বন্ধুর-পথ চলি
দেখেকি ‘সে’ রুধিত চরণ?
পারিনা তাঁকে করতে বরণ।  


যার মুখের সুধা হাসিতে
দুঃখে-পীড়ায়ও হাসলাম কত
‘সে’ হলনা তো মনের মতো!


যার খুশিতে এলাম ধরণীতে
রোজ যে ডেকে যাই তাঁরে
‘সে’-কি কভু খোঁজে  আমারে?