[প্রাতঃভ্রমণে দেখা কিছু শান্তির চিত্র]  


আঁধার  অমানিশা কেটে
সকালে সূর্য পূর্বে ওঠে
অলিরা ফুলে ফুলে ছোটে..
আমি চলি পায়ে হেঁটে...


কোথায় তোমরা কি জানো?  
যেথায় নীলাকাশটা নোয়ান
দেখি গরুর দুধ দোয়ান...
দাওয়ায় শিশু চটে শোয়ান।


আমি হেঁটে হেঁটে যাই...
যদি কৃষ্ণচূড়াকে কাছে পাই
কবরীতে এক গোছা লাগাই
গুন গুন গান একটু গাই...

এঁদো মাটির দাওয়ার নীচে
সব দুঃখ ব্যথা-বেদনা মুছে
কী আনন্দে ওরা আছে..
ব্যস্ত কাজে!না-কি নাচে!    


কি জানি হয়তো তাই...
যে আনন্দ ধনীগৃহে নাই
বৃথা কোঁদলে মন মজাই
খুঁজি সে-সুখ,কোথায় পাই!


মনে শুধু ধনের হিসাব...
আর কয়খানি বাছা কিতাব
তারা কি বোঝে আনন্দ-ভাব!
আজন্মই আত্ম-সুখী স্বভাব।