সেদিনের মতো আজও ঈদের চাঁদ
দেখলাম আকাশে; এক চিলতে চাঁদ ,
তার মাঝে কী আনন্দ আর বিরহ লুকান
তা তুমিই একমাত্র অনুধাবন করতে পার,
কাছাকাছি দুজনে না থাকলেও মনে আর
হৃদয়ের বদ্ধ পাঁজরের প্রতিটি অলিন্দে আমরা এক হয়ে আছি----
তুমি আমাকে ভুলতে পারনি সুলতান ; আর আমিও ঠিক তাই,
তুমি থার্ডইয়ার আর আমি বারোক্লাস,
কলেজের কমনরুমে তুমি বৃন্দগান নাহলে মান্না-দের প্রেমের গান গাইতে
কতজন ক্লাস ছেড়ে ভিড় করত কমনরুমে ; প্রিন্সিপাল তোমাকে জড়িয়ে ধরেছিলেন "যখন কেউ আমাকে পাগল বলে " গান শুনে;
এভাবেই আমি মনে মনে তোমার প্রেমে পড়েছিলাম;
আর তুমি আরও আগে থেকে,
একবার এই ঈদের দিনে তোমার বাড়িতে উঠেছিলাম অনেকে মিলে ; সে কী আয়োজন! প্রথম দেখা ঈদ উৎসব,


ভুলে যাইনি সুলতান, ভুলে যাইনি তোমার
গহীনের চাওয়া আর মধুর হাসি--
আজ ঈদ উৎসব, তুমি কোথায় জানিনা,
তবু প্রাণের প্রতি স্পন্দনে তুমি বিরাজমান
তুমি আছো মরমীয়া প্রেমের গানে গানে
তুমি আছো বুকের মাঝখানে---


(কবিতার আসরের সকল কবি বন্ধুদের
জানাই খুশির ঈদের শুভেচ্ছা)