চলোনা, সেদিনের মতো উঠনের
জমা জলে কাগজের নৌকা ভাসাই
চলো,থইথই বোস- পুকুরে সময়-
জ্ঞানহীন হয়ে দুজনে সাঁতরাই।


চলোনা, সেদিনের মতো নীলাকাশ
খুঁজে মাছ-ঘুড়ি উড়াই দুজনে...
স্বজনরা খুঁজে বেড়াক,বিহ্বল হয়ে
থাকি আমরা নিবিড় আকর্ষণে।


চলোনা পিয়ান ফেলে, একতারাটা
নিয়ে সেদিনের মতো হারিয়ে যাই
পাখি,ফুল,ভোমরা,আর সোঁদা মাটির
টানে পথে পথে বাউল গান গাই।


এসো, মুছে দি এতদিনের ক্লান্তি
দুঃখ আর অনাহূত সব ব্যথা ক্ষত
মেকী ধন-মানের খুনসুটি ফেলে
চিরানন্দে মাতি ঠিক সেদিনের মতো।