সেদিন তুমি কিশোর ছিলে
বয়সটা আর কতো!
একটা বিশাল হৃদয় ছিল
আমার মনের মতো।


সেদিন তুমি উদার ছিলে
মনটা ছিল নীল
তোমার বুকে মাথা রেখে
হাসতাম খিলখিল।


সেদিন তুমি বোকাও ছিলে
চাইলেই পেত লোকে
আমিই শুধু চাইনি কিছু
অতল প্রেমের ঝোঁকে।


সেদিন তুমি হাসতে কত
রাঙিয়ে রাঙা বুক
তোমার হাসি ঠাট্টায় আমি
থাকতাম উৎসুক।


সেদিন তুমি যেমন ছিলে
এসো সেই রূপে
আমাদের পুনর্মিলন জেগে-  
উঠুক লক্ষ প্রদীপে।