একটি ছায়া লুকিয়ে আছে
আমার কায়ার মাঝে
তাকে আমিই দেখি শুধু
সকাল দুপুর সাঁঝে।

সেই ছায়াটি শোনায় আমায়
সোহাগ ভরা গান
দুখের মাঝে দেয় মুছিয়ে
সব ক্লান্তির ঘাম।


সেই ছায়াটি ডাকে রোজ
সব কর্মের শেষে
গভীর রাতে সামনে এসে
মুখটি চেয়ে হাসে।


দুখের মাঝে হাঁপিয়ে গিয়ে
যখন ওষ্ঠাগত প্রাণ
সেই ছায়াটি শুনিয়ে যায়
চির মুক্তির গান।