চলো সেই দেশে যাই
যেখানে ভাব ভালোবাসার
ভেদাভেদ নাই---


চলো ফসল ফলান মাঠে
যেখানে কৃষক ঘেমে নেয়ে
রাতদিন খাটে----


চলো সেই নদীর তীরে
অহিংসা আর প্রেম মাধুরীতে
থাকব চিরকাল ভরে।


চলো সেইখানে,যেখানে মহাশূন্য
তাঁর দুটি পবিত্র হাত ধরে
হেয়-জীবনটা করি ধন্য----