তোমায় যে হার পরিয়েছিলাম
হারিয়ে গেছে বুঝি!
মনটা তোমার বিরহে ভরা
ভাবি অনুভবে রোজই।


হার দিয়েছি শারদ প্রাতে
কলোকাকুলীর মাঝে
সেই ক্ষণ যে আমরণ
বুকের মাঝে বাজে।


ছোট্ট সাঁকো পার হতে
তুললে আমায় কোলে
কাশ আর শিউলিরা সব
পড়ল গায়ে ঢলে।


প্রথম মধুর আলিঙ্গনে
চমকে উঠল বুক
অনেক পরে বুঝেছিলাম
ওই বক্ষে কত সুখ।


সেই আলিঙ্গনেই আছি আজও
মর্ত্য- স্বর্গের দ্বারে
ঠিক সেই দিনটা খুঁজে আনোনা
শিউলি ঝরা ভোরে!