যে পথ শিউলি ঝরে পড়বে বলে নিকানো
সেই পথ ধরে তুমি এসো-না


যেখানে ফুল শিশু রা টলমল পায়ে হাঁটে
সে পথে বারুদ গন্ধ বুটে হেঁটনা।


যেখানে খুধার্থ মানুষ হাসি মুখে দিন কাটায়
সেখানে যুদ্ধের কথা শুনিও না


ওদের পারো যদি কিছু দান করে যাও
হতাশার কথা বোল না।


যেখানে নারী প্রতিদিন নিগৃহীত হয়
সেখানে প্রেমের চিরাগ জ্বালো


অসম্মাননা নারী কে দুর্গা মাতা বলে
বক্ষ মাঝারে তোল।


একদিন তুমি আমি সবাই চলে যাব
শুধু রবে মানুষের কীর্তি  


মানবতা আর বোধনের গান গেয়ে,
বুকে রাখো মাতৃ মূর্তি।