দুপাশে হাঁটু জলের ধারা
মধ্যিখানে ছোট্ট সাঁকো
হাত ধরে-যে করতে পার
আজকি মনে রাখো?


সাঁকোর পাশে ধানের ক্ষেত
দুলত হিমেল হাওয়ায়
দীয়ার আলো ম্লান হত
তোমার দীঘল চাওয়ায়।


ফেরার পথে বাঁশের সাঁকো
উঠত যখন নড়ে
তোমার বুকে ঢলে যেতাম
কিজানি কোন ডরে!


সেই সাঁকোটা আজও আছে
তোমার আমার প্রতিক্ষায়
কবে আর ফিরবে তুমি?
হেমন্ত-দিন বিফলে যায়।