শিউলি ঝরা সাদা কমলা পথ দিয়ে
গেছিলাম একদিন কত গান গেয়ে
বসে থাকি আশায়, আসে যদি নেয়ে
নিয়ে যাবে তাঁর স্বর্ণ তরীটি বেয়ে।  


সময় চলে যায় ঠিক তার মতো
বোঝেনা স্মৃতি বাড়ায় কত ক্ষত
ভুলতে চাই ফেলে আসা কথা যত
ততই দাঁড়ায় অতীত হয়ে উদ্ধত।


শিউলি স্থলপদ্মের মালা গাঁথা শরতে
আনন্দ-উল্লাস নৃত্যগীতি পরতে পরতে
আসবেকি সেদিন আর মন ভরাতে!
যে রম্যতা ছিল কিশোরী বেলাতে!      


নিকানো উঠোনে শিউলি কুড়ান-  
মেয়েটিকে পাওয়া যাবেনা কখনও
শুভ্রকাশের দিন আসবেনা কোনদিনও
কবিতার বন্ধু, তোমরা ভুলোনা যেন।