ভোরের পাখি জানিয়ে গেল
আবার এসেছে শরত
ফুলে ফুলে ভ্রম৷র অলি
মাতিয়ে দিল আমার জগৎ।।


ওই যে নীল রৌদ্র পাখি
সঙ্গী নিয়ে বসে গাছে
আমার চোখের খুশি দেখে
ডাকছে ওরা ওদের পাশে।  


পদ্ম বনে পদ্ম কোথায়  
আছে বোস পুকুরের শালুক
ওই সুবাসেই মনটি৷ আমার
সুর সাগরে ভরুক ।


কাশ বনে৷ ঘুরে এলাম
শুনলাম ওদের অভিমান
মাঠ গুলি৷ সব ফ্লাটে ভরা
কেমনে ভরে ওদের প্রাণ!  


কাশ বনে আজ গেছিলাম  
দেখি ওদের মুখ গোমড়া
বলে,"আবাসনে মেতে আছো
কেমমে বাঁচি আমরা? "


শিউলি বনে গিয়ে দেখি
হাজার শিউলি ভুঁয়ে পরে
ছোট্ট মেয়ে কুড়ায় ফুল
তার ছোট্ট সাজি ভরে।