চলে যেতে চাইছ? তবে যেও একটু পরে,
মেঘহীন আকাশটা আজ করাল রদ্দুরের
দাপটে সীমাহীন আদিখ্যেতা দেখাচ্ছে...
সূর্য দেখাচ্ছে তাঁর অশেষ প্রতাপ...
সবুজ গাছগুলো জল চাইছে, কিন্তু এমত
অবস্থায় জলও দিতে পারবনা ওদের একটু!  
দেখো, পাখীরা তীব্র দহনের জ্বালা সইতে নাপেরে
বেসুরো গান গেয়ে চলেছে; সারমেয়রা কেমন  
জিভ বার করে বড়বড় শ্বাস ফেলছে...
ওদের সহনশীলতা মানুষের চেয়েও বেশি...


সামান্য কথায় তোমাদের মতো কিছু মানুষরা
অহংকার আর অতীব ক্রোধ দেখায়...  
যেটা জ্ঞানীর কাছে হাস্যকর;  
বারবার ‘চলে যাবার’ক্রোধী-অভিপ্রায় দেখিয়ে
কারোকেই ভয় দেখিওনা...
যদি ফিরেই আসতে হয় পুনঃ আরাধ্যার কাছে      
তবে সামান্য আছিলায় চলে যাওয়া কেন?
এ জগৎ কারোর প্রত্যাশা বা রাগ-অনুরাগের
ধার ধারেনা; সে চলে অবিরাম তার মতো,
বরং মুচকে হাসেন নিরাকার সেই হৃদ-পরমেশ্বর...