আঁধি রঙ দেখেছিলাম আমি
কালো শ্যামলীর মুখে
আঁখিতে তার ঝরছে বাদল
কাঁদছে পৃথিবীর বুকে।


জেগেছিল শাল তমাল পিয়াল
সান্ত্বনা দিতে তারে
গোয়ালের গাই নীরব ছিল
অঞ্চল খানি ধরে।


গোপাঙ্গনা নাকি বীরাঙ্গনারা  
ছিল হয়ে আনমনা
ঘাটের ‘স্নানী’রা দেখছিল তাকে
বুঝ দিতে এককণা।


কি তার দুঃখ জানেনি কেউ
আজ বুঝেছি কিছু
শ্যামলা-রঙ নিয়ে গেছে সবে
ঘোরেনি সে পিছুপিছু।


আজকেও যদি তাকাই সেদিকে
দেখি গম্ভীর মুখ
চোখে তার জল ঝরছে শুধু
বাকহীন মৌন মূক।