মিষ্টি শরত কাল
বসন্তের প্রিয়তমা
বৃষ্টি করে না ক্ষমা---


ভারী কালো মেঘ
শারদ গগন ছেয়ে  
মন ভরে বাউলী গেয়ে--


মাতৃপূজা প্যান্ডেল
লোকের ভিড় কম
বাদল রাখেনা সভ্রম--


প্রকৃতি কেন উদাস?
বিষন্ন আনন্দ লহরী
ঘরে ক্রন্দসীময় নারী---


মাতৃ মূর্তি হাস্যবিহীন
তৃপ্ততায় হাসে দীন
ধনীরা জব্দ,আসছে সুদিন---!!