এখন মৃত্যু হয় যদি  
কি-বা ক্ষতি তাতে!
আমি না থাকলেও
সূর্য উঠবে প্রাতে।


ঐযে দীঘি শ্যাওলা ভরা  
হাঁসরা খেলে যায়
ওইখানে নীল দিগন্ত
আমার প্রতীক্ষায়।


পাশের ওই শস্য ক্ষেতের  
মৃদু হিমেল হাওয়া
গাইবে কি দরবারীতে
আমারই সব ‘গাওয়া’?  


আম লিচু আমড়া কাঁঠাল
বাঁশ বাগানের চাঁদ
সবাই মিলে বোলবেকি
একটু খানি কাঁদ?