সেই সাঁকো টা আজও আছে
সামনে তুমি নাই
চিত্ত মাঝে তবু তোমায়
রোজ দেখতে পাই।


সেই তোতা, না বলত কথা
আজকে কথা কয়
তোমার আমার ভালোবাসার
সাক্ষী সেজে রয়।


সেই সাঁকো তে দাঁড়িয়ে আমি
পাশে কচি ধান
শিরশিরানি শীতের বাউল
গাইছে কত গান।


ঝিলের ধারে যখন আসি
সূর্য ঢলে আসে
"ছিলেম তোমার খেলার সাথী--"
গোধূলি তে ভাসে।


সাঁকো আছে, ঝিলও আছে
আছে ময়না তোতার দল
স্মৃতির সাথে প্রীতি নিয়ে
চোখ দুটি ছলছল---