শেষ বিকেলের আলো এসে পড়েছে তমাল গাছে
হালকা বাতাসে বিদায়ী ফাগুনের গন্ধ;
সাদা বলাকারা সাঙ্গ বেঁধে উড়ে চলছে ঠিকানাহীন  শূন্যের উদ্দেশ্য----
ওদের নীরব  মুখের হাসি আমি দেখতে পাচ্ছি
শালিক গুলো বডড ঝগড়া করছে, আসলে যারা যত
অন্তঃসারশূন্য তারাই বেশি বকে ;
নিঃশ্চুপতা ভাবুকতার মর্মটা আজ কিছুটা উপলব্ধি করে থাকি----  


দখিনা বাতাস কানে কানে অনেক কিছু বলতে চায়, আমি এখন উদাস রঙিন চোখে রাধাচূড়ার দিকেই
তাকিয়ে আছি ; রাধা কি ইষ্ট কানাইকে পেয়েছিল?
তবে কেন আজও এতো উচ্ছাস উদ্দিপনা কৌতুহল আমাদের? বুঝে উঠতে পারিনি আজও    
অন্ধ প্রেম আর গোলোকধাঁধা সমপর্যায় ;
মনে হয় কৃষ্ণ তাঁর পরমআত্মা ছিলেন  
সেই হিসেবে রাধিকার প্রেম সুপ্রিম
তাই, আমিও সচেষ্ট আত্মার সাথে অনাবিল শান্তিময়
প্রেমে মশগুল হতে----  
বন্ধু, তুমি কি কিছুটা বুঝতে পারলে আমাকে?