রইলাম আমি শেষের অপেক্ষায়
শেষের দিনেই আসল চেনা
কাল যে বলে যায়।


লাগবে না আর মালা চন্দন
আতর বাতি ধূপ
হৃদয় সুধায় চিনে নিও রূপ।


লাগবে না প্রেমের অহেতুক বরণীয়
ব্যর্থ প্রতিদান
সাধারণেই রইবে লেখা আমার নাম।


বকুল তলায়, কদম তলায় আর
শিউলি গাছের তলে
দেখবে আমায় বর্ষা শরত এলে।