নিঃশব্দতা ভেদ করে একটাই কাতর আর্তনাদ শোনা গেল---
ঘাতক শিকারী শিকার ধরেছে---
বন প্রান্তর বা কঙ্ক্রীট-পথ রক্তিমায় লালে লাল; আবার আর্তনাদ---  
না, বাঁচাবার কোন সাহসী জন নেই,
ঘাতকের নখদন্তের আঘাতে জর্জরিত উচ্ছল তরঙ্গায়িত কায়া শর্বরী,
কেবল ভেসে আসে চাপা ক্রন্দন---


আর কিছুই নেই, অবশেষে দুষ্কৃতি পশু
ফেলে গেল উচ্ছিষ্ট উগরে দেওয়া খাদ্য,  হাহাকারের ধ্বনি,
নেই কোথাও কেউ নেই।
ঘাতকের পিছনে একদল উন্মত্ত সারমেয়,
তাকাল না আলো ভরা পথের পথযাত্রী----