সখীর দেশে চাঁদ উঠেছে
আমার দেশে রবি
সখী যখন স্বপ্ন দেখে
আমি আঁকি ছবি।


সখীর ঘরে জোছনা হাসে
আমার ঘরে সূর্যালোক
দুই আলোতে মিলিয়ে যায়
দোঁঁহের মনের শোক।


আমি থাকি গঙ্গা নিয়ে
ভিক্টোরিয়া ধর্মতলার পাশে
সখীর জন্ম এইখানেতেই
আজকে সে বিদেশে।


যেইখানেতেই থাকুক সখী
সে যে মনের মিতা
আমি "রাই" সে "বিশাখা"
চলে কাব্য মাঝে কথা।


(আসরের জনপ্রিয় কবি শম্পা ঘোষ আমার খুব প্রিয়বন্ধু। সেদিন আমার কবিতার কমেন্টে ও লিখেছিল, "এখন রাত দুটো। আমার ঘর জোছনায়
কুলকুল করছে "। আমার তখন দুপুর। ও আমেরিকা
থাকে। এই ফারাক নিয়েই কবিতাটি লিখলাম।ও আমাকে রাধা বলে, আর আমি ওকে বিশাখা বলি)