একটি কিশোর দু-দেশের সীমান্তের
মাঝে দাঁড়িয়ে তারকাটার পরিখা দেখে
কৌতূহলে তাকিয়েছিল...  
পাহারারত এক সেনা জিজ্ঞাসা করল-
'কি দেখছ অমন করে'?  
কিশোর কৌতূহলী মুখে জানতে চাইল-
'ওখানে তারকাটা কেন' ?
সেনা হেসে বলল,’’ওটা অন্য দেশ-
তাই ভাগা-ভাগির সীমারেখা ‘’।
কিশোরের কৌতূহল কমেনা—
‘ওদের পাখিরা যে আমাদের দেশে
আসছে; আর আমাদের পাখিরাও
যে চলে যাচ্ছে ওদের দেশে......’
সেনা বলে, ‘’অনন্ত বা শূন্যের কাছে
কোন ভগাভাগি নেই, তুমি মহাকাশে গেলে
সারা পৃথিবীকেই বলবে নীল গ্রহ...’’ ।
‘তাহলে আমি কেন পাখি হলাম না!
সব দেশের গাছে গাছে গান গাইতাম
আর মহাশূন্যে উড়ে বেড়াতাম; ভাবতাম
সারা পৃথিবীটাই আমার......।