ঠিক সাড়ে তিনটেয় আমার ঘুম ভাঙে
শিউলি ঝরার শব্দ শুনতে শুনতে......  
লাল পথ তখন সরগরম হয়না মোটেই
কৌতূহলী চোখ রগড়াই ঢুলতে ঢুলতে।


সাদা-কমলা মাখান জামায় শিউলিরা-  
শিউলি তোলে দেখি সাজি ভরে ভরে
ওমা! শিউলি কী করে মেয়ে হল আজ!
নব পরিধান কে দিল ওদের আদর করে?


যতবার সাজিতে শিউলি তুলি,খিলখিলিয়ে-
হেসে ওঠে অচেনা মেয়েদের এক দল......
ওরা হাসে আর বলে আমার কানে, ‘তোর
চোখ বিনা মোদের কে আদর করে বল”?