আমি আকাশ হতে চাইনা মাটি হতে চাই  
নদী গাঙে মিশে গিয়ে সবার মনের মাঝে ধাই।


আমি সূর্য হতে চাই না,চাই মিঠেল চাঁদ হতে
হাতছানি দেব সকলেরে গভীর নিশুতি রাতে।    


আমি সেই সুদূরের তারা হয়ে ছোট্ট হতে চাইনা
জোনাকি হয়ে দুখীর আঁচলে আনন্দ গান গাইনা!


আমি পাঁচতারা রাজপ্রসাদে চাইনা রাজকীয় সুখ
এই নীল পৃথিবীর কোল-আদরে হই যেন উন্মুখ।