এখানে আমি একা বসে আছি
পাশাপাশি নেই কেউ
চারিদিকে জ্বলে আলোক রোশনাই
আর সারমেয়র ঘেউঘেউ।


জানলাটা আছে অর্ধেক খোলা  
নেই চাঁদ তারা ঝিঁঝি
শারদ উৎসবে আমি বড় একা
তোমাকেই শুধু খুঁজি।


"মা" এবার বড়ই বিমুখ
তাঁকে দেখাও নিষেধ
তোমার আর মায়ের বিরহ
বুকে নিয়ে আসে খেদ।


তুমিও ভাবছ আমার কথা
আমি করি তা বিশ্বাস
পাই বা নাপাই ভালোবেসে যাবো  
যতক্ষণ আছে নিঃশ্বাস।