মুখে মাখা যত কালি
কচি হাতে চলে তালি
লোকের বাড়ি বাড়ি ঘোরে খালি...
পেট জ্বলে যায় তবু হাসে সোনালী।


কখনো শুধু পান্তা ভাত
জাগরণে কেটে যায় রাত
কোথায় পাবে ও সাজান নরম বিছানা?
রোজ পায় কি দুবেলা দুটো দানা?  


সেতুর নীচে প্লাস্টিকের ঘর
ভাঙে রোজ বৃষ্টি আর ঝড়
সোনালী মাকে কত কি বলতে চায়
মায়ের মলিন মুখ দেখে ফিরে যায়।    


উৎসবে সবার নতুন জামা
সোনালী তবু করেনা বায়না
একটি প্রশ্ন ফোটে তার জননীকে দেখে
বলনা মা, কেন হাসি নেই তোর মুখে’?