"সোনার মেয়ে শোন গো তুমি
মনের কথা সব বলি
তুমিই আমার  হৃদয় কাননে  
প্রথম ফোটা কলি।


সোনার মেয়ে তাকাও একবার
এই অভাগার পানে
সকল জ্বালা জুড়িয়ে যায়
তোমার নাচে গানে।


সোনার মেয়ে এসোনা কাছে
তোমাকে বক্ষে ধরি
তোমায় নিয়ে ভালোবাসার এক
রাজপ্রাসাদ গড়ি" ।


এই সম্ভাষণ আর তো শুনিনা
কোথায় তুমি সোনার ছেলে?
তুমি বিনা রোজ দিবস রজনী
কেটে যায় বড় অবহেলে।  


আর কি ফিরবে না প্রিয়!
আর কি ভালো বাসবেনা?  
"সোনার মেয়ে" বলে একবার  
কাছে কি আর আসবেনা??