(এখনও রাধাষ্টমী চলছে। সত্যমিথ্যা যুক্তি
থাক সংগোপনে/ভক্তিই জাগুক প্রাণে)  


সারা জীবন যার চোখে অবারিত জল
যার কানু-বিরহে চিত্ত ছিল চির চঞ্চল
‘সে’-ই চলে গেল প্রেয়সী-কে ফেলে
বিরহ-দহন জ্বালা লাগল তাঁর ভালে।
কবিরা স্মরেছে তাঁকে কাব্যে বারবার
মধু-ব্রজধামে কানু আসেনি ফিরে আর।
রাধা-সম বিরহীরা আজও শূন্যবাসর জাগে
ফোটেনা প্রণয়-পুষ্প কানুর চেতন রাগে।
অবচেতন কানুরা যদি খেলে প্রেমের খেলা
পরাবে কে সৃষ্টি-সৃজনের গলায় মিলন-মালা?