দিন চলে গেছে
স্মৃতি রয়ে গেছে
রুদ্ধ বুকের পাঁজরে
সেই হাসি গান
সদা উচ্ছল প্রাণ
ডেকে যায় মূঢকবিরে।


বন্ধু থেকেও একা
ব্যথা যায়না ঢাকা
শোনে কেউ উদাস হয়ে
জুড়ায়না তপ্ত বুক
বাক্য আছে তবু মূক
দগ্ধ শ্বাস যায় বয়ে।


ফেলে আসা দিন
তীর সম সুকঠিন
তবু সমুখে দাঁড়ায়
এমন কিছু কি আছে
যাতে স্মৃতি মোছে
মনকে যেন না নাড়ায়!


যে ক্ষণটা চলে গেল
সেও তো স্মৃতি হল
তাকে ভাববে কেউ একদিন
আমিও বিগত হবো
কেজানে কার মনে রবো
ক্রমে কমে আসেযে দিন।