(প্রিয় বন্ধু শম্পা-কে [শম্পা ঘোষ] দিলাম কবিতাটি।
আমার কমেন্ট- বক্সে লেখা শম্পার একটি কবিতার
পরিপ্রেক্ষিতে।)


একটি জন্ম সবাই জানি গো বন্ধু
একটি মৃত্যুর জন্য
একটু প্রীতিতে কখনো
নশ্বর জীবন হয় ধন্য।


একটি কুঁড়ি আশায় প্রহর গোনে
প্রস্ফুটিত হবে বলে
‘তিনি’ও হৃদয় দেন
ঠিক ফুলের আদলে।


যে যতই দূরে থাক,সে যে বাঁধা
মনের স্বচ্ছ অঙ্গনে
দূরের বাধা লঙ্ঘায়
অদৃশ্য আকর্শনে।


‘’ওগো মিতা আমার সূদুরের মিতা’’
সংসার মানেই তো ব্যথা
বলে যাবো কবিতায় কথা
থাকনা সীমার অবাধ্যতা।