প্রত্যুষ আমার আসে রোজ
রবির আলো নিয়ে
সারা সকাল কেটে যায়
রবিরই গান গেয়ে।
মূর্ছনা তার রঙ বাহারী
কী যে পাগল করা!
বেলা চলে সাঁঝ বেলাতে
সুরের মনহারা।
পরাণ আমার চায় তোমাকে
তুমি যা চাও নাও
শুধু তোমার হিরণ গলার
সুরটি দিয়ে যাও।
সুরের গুরু তুমি সবার
দাওগো মিঠে সুর
সবার বুকেই আছো তুমি  
নয়তো বহু দূর।


(সবাই কে রবীন্দ্র শুভেচ্ছা জানাই )