(বাউল অঙ্গে গানও গাইতে পারেন)  
গাইলে,সুর হবে ভৈরব রাগে।
তাল=দ্রুত দাদরা)


প্রভু সূর্য---
এ কঠোর শীতল দিনে
দাও তোমার তপ্ত আলো
ওই হিরণ্ময়ের কিরণ দিয়ে
ঘুচাও হিম-শীতলতার কালো।।


এসো আদিত্য বিষ্ণু রূপে
করো বিচরণ উশর আঁধার ভূমিতে
দীন দুঃখীর ভিটে ভরুক
দ্যুলোকের জ্যোতিতে
থাকো সদাই কঠোর শীতে।।


কেউ ভাবিনা গো দীনদুঃখীর কথা
সারা জীবন ভেবে গেলাম
আপন মনের ব্যথা
শুদ্ধ জ্ঞান গেল কোথা!!  


তোমার নিবাস হিরণ্যলোক
তোমার আলোয় নাচে ভূলোক
দাও ঐশী-জ্ঞান, ব্রহ্ম-জ্ঞান
সে জ্ঞানে পাই যেন ঠাই
তোমার ওই দ্যুলোক।
দাও মোক্ষ-জ্ঞান প্রাণ-পিতা
দাও পরাজ্ঞানের আলো।।
প্রভু সূর্য----
এ কঠোর শীতল দিনে
দাও তোমার তপ্ত আলো।।


(সামবেদে সূর্যের প্রথম রশ্মিকে
আদিত্য বা বিষ্ণু বলা হয়েছে)