উচ্ছল সুললিত যৌবন মম
প্রিয় বিনা হয় অঙ্গার সম
সুরভিত সুরসের প্রেম আনো
এসো সকল অঙ্গে প্রিয়তম।


একলা কাটে শীতল কাল
বিরহে পোড়ে তপ্ত ভাল...
একলা রই আর কতকাল!
অঙ্গে তোল পঞ্চরসের তাল।


কবি বলে,পিরীতি বিষম জ্বালা’
বোঝেনি রাধার ব্যথা সেই‘’কালা’’
নিদারুণ কাম আর প্রেমের খেলা  
তুমি আর কতকাল করবে অবহেলা!