ঠিক এই মুহূর্তে আকাশ স্বচ্ছ নীল
এক আশার কালবৈশাখী মেঘ হঠাৎ উঁকি মারছে
দূর আকাশে আর মনের গহীনে ;  
আমরা বোধহয় পার হয়ে যাব দুখের রজনী
হয়তো আসছে আবার মিলনের দিন
আসছে বোধহয় একসাথে পা ফেলে চলার দিন--
মনে মনে হাসি আর বলি, হায় পোড়া মন আশা
তবু ফুরায়না, দীপ টিমটিম জ্বলে তবুও নেভেনা ;


হ্যাঁ, সারা আকাশ আশার কালো মেঘে ছেয়ে যাচ্ছে
আমিও ক্রমশ যেন ইমোশনাল হয়ে পড়ছি
আমরা লড়ে বাঁঁচবই, আমরা হেরে যেতে শিখিনি
ওইতো বিদ্যুতের ঝিলিক স্পর্শ করে যাচ্ছে আমাদের সবার ভীত ত্রস্ত কলেবরকে
ওইতো ঝিরিঝিরি বৃষ্টি মুক্তর মতো "বালাই" বলে
ঝারিয়ে দিয়ে যাচ্ছে আমাদের সবাইকে
আমরা বেঁচে আছি
আমরা জয় কোরবই অকাল মহামারীকে-----