স্মৃতির পাতা খুঁজে নিতে চায় হারান মুখ
মন চঞ্চল, উদাস,স্মৃতিতেই তার সুখ।


ভুলেও কেউ ভোলেনা ফেলে আসাকে
নিভু নিভু,তবু বাঁচাতে চায় চিরাচরিত আশাকে।


মরতে মরতে যে আজও মরেনি,সে কি মৃত্যুঞ্জয়ী?
তবু আশার চিরাগ জ্বালিয়ে যায় সেই "সে"  শুভানুধ্যায়ী।


মানুষ মানুষকে ঠকায়, মত্ত বিত্তের গরিমায়
সব আশা অহম শেষ হয় অন্তরীক্ষের সীমানায়।