জানিনা কেউ, কোনটা কার অন্তিম রাত
জানিনা আসবে কিনা জীবনে প্রভাত!


সুখের স্বপ্ন তাও হয়ে যায় অবাস্তব
কঠিন-টাই চিরকাল মানুষের বাস্তব।


সবাই হাসতে চাই,তবু যেন কিসের বাধা!
মিষ্টি ওষ্ঠের পরে দুঃখ-রা দেয় দাঘা...


মনে হয়, সম্পর্ক গুলোর বৃথা আয়োজন
প্রেম, স্নেহ ,প্রিতির তবে কেন প্রয়োজন!


জন্মে যে ফুল ফোটে, বিবর্ণ হয় একদিন
কেনাবেচা করি,শোধ হয়না মাতৃভূমির ঋণ।


তবুও জীবন,তবু প্রেমানন্দ,তবু আসে মৃত্যু
তবু, লড়াইয়ে-ত্রস্থ বিচিত্র জীবনকে জয়তু...