জানি,প্রেম এক মত্ততায় দিশাহারানো
আর নেশাখোর-দের মতো পাগলামো
বাস্তব জীবন চলে ঠিক যন্ত্রের মতো
কঠিন বন্ধুর, যায়না একে সামলানো।

তবুও নিরালায় বসে ভাবি যখন তাকে
শুষ্ক মুখে ফোটে একরাশ হাসনুহানা,
গভীরতার অতলে তলাতে তলাতে-  
কখন মনে তৈরি হয় কল্পনার ডানা।


হয়তো তাকে চিনি,নয়তো সে একেবারে
অজানা অচেনা স্বপ্নের এক মুসাফির,  
ভালোলাগেনার পাশে বসে যায় সে কখন
ভালোলাগা নিয়ে সমুখে এসে করে ভিড়।


কল্পনার প্রেম-যমুনা, যেখানে সে-ই যে
‘তিনি’!বাজান পাগল করা মোহন বাঁশি,
যুগান্তর ধরে যেন শ্রীমতীকে বলে যান-    
‘’ আমি শুধু তোমাকেই ভালোবাসি ’’!