হই না আমি এই আকাশের একটা ছোট পাখি
নীলাম্বরে ডানা মেলে করি না ডাকাডাকি !
সুনীলটা ভেদ করে মহা অনন্তের শূণ্য আকাশে
যেখানে মিলনের জন্য আছ তুমি নীরবে বসে।
ওই পবিত্র প্রেমের জন্য মন আমার শুধু কাঁদে  
‘ভাল্লাগেনার দড়ি’ দিয়ে ওরা সবাই খালি বাঁধে।
আমি হবো লাভবার্ড ইচ্ছা মতো যাবো উড়ে
তোমার আদর নিয়ে আমি আসব আবার ফিরে।
এখানে তো হাজার বাঁধন, তবু মনটা উচাটান
তোমায় পেলে জুড়াবে কি ব্যথা ভরা প্রাণ ?
এদের কাজ ফুরালে যাবো তোমার কাছে চলে
আর কেউ কি ডাকবে তখন‘ফিরে আয় বলে’!
সাতশো কোটির মিলন-মেলায় বাজে অমৃতসুর
“তোমার”মাঝেই আমরা সবাই তাই তুমি মধুর।