একদিন জঙ্গলে ছিলাম এক সাথে
কাঁচা পশু মাংস করিতাম ভক্ষণ
একসাথে সবে মিলে থাকতাম রাতে
সবে সব বিপদে করিতাম রক্ষণ।
আসিল কোন কাল, করিল মহাভাগ
উঁচু নীচু ছোট বড় হইল মানুষ
একে ওকে হেয় করে দেখাইল রাগ
হারায়ে গেল সাম্যের যত ছিল হুঁশ।


সাম্য আজ কেঁদে ফেরে প্রেমে কৃপণতা  
মানুষ অন্যকে শুধু অতি নীচ ভাবে  
অন্তসারশূণ্য ধনে দেখায় উচ্চতা
কতকাল বিভেদে এ জগৎ চলবে!  
শ্যামল সুন্দর গীত রসে ভরা মহী
মধু- প্রেম রস প্রদানে হোক সে জয়ী।