তখনও আকাশটা গাঢ নীল ছিল
দিগন্ত পাড়ে নেমেছিল আভা গোধূলি
নদীর মাঝে কে যেন ডিঙিতে বসে,
দূর থেকে আমাকে দেখে মুচকে হাসে।
তখনও আকাশে উড়ছিল এক ঝাঁক বক
দল বেঁধে হয়তো ওরা করছিল কানাকানি
আমাকে নিরালায় একাকী নিঃসঙ্গ দেখে,
আমি তাকিয়েছিলাম ডিঙিতে চোখ রেখে।
আকাশটা তখনও নীল ছিল, তবু যেন
দেখলাম খন্ড খন্ড কালো মেঘের আনাগনা;
তবে কি নামবে একটু পরেই হালকা বৃষ্টি?
না-কি ঝাপসা করেছে চোখ ওই মাঝির দৃষ্টি!
তখনও আকাশটা নীল ছিল, একটা জিজ্ঞাসায়
সত্যিই যেন ঘন মেঘ জমে গেল নীল আকাশে
“ডিঙিতে বসে হাসছ তুমি কি সে—ই স্বজন?
যাকে কত খুঁজেছি মনের অতলে সারা জীবন!
ভব-সাগর পার করতে পারো! সুখ-দুঃখ,কান্না-  
হাসি, জীবন যুদ্ধ আর চাওয়া-পাওয়া ছাপিয়ে?
দেখাতে পার কি সকল জ্ঞানীর অমৃতের পথ!
তবে হাত ধরো,মেটাও ইহ-জন্মের মনোরথ।