স্বপ্নে হারালে
ত্রিনয়নটি মেলে
ভূপ অবহেলে;  
‘কে’ যেন ছায়া ছায়া
ঘুচায় জগৎ মায়া।    



(আসলে তানকা কবিতা হাইকু, লিমেরিক,রুবাইত
পঞ্চপদী , ষষ্ঠীপদী ইত্যাদির মত অল্প কথায় অনেক বোঝান কবিতা।
৫টি লাইনে হবে আগেই কবিবন্ধু রহমান মুজিবের কাছ থেকে জেনেছি।
এর অক্ষর সংখ্যা হওয়া উচিত জানলাম, ৫/৭/৫/৭/৭  এটিও জাপানী কবিতা।
বর্তমান যন্ত্র বা ব্যাস্ত জীবনে অনেক বড় কবিতা পাঠ করার সময় কার কতটা আছে!
এই কবিতাটি আসর বরেণ্য 'রহমান মুজিব'  কবিবন্ধুকে দিলাম)