তপ্ত দুপুর
পিয়ানোর সুর
লাগেনা তো সুমধুর!


শুধু হাঁসফাস
দীর্ঘ নিশ্বাস
অদেখা বৃষ্টি সুবাস।


কাঁচা আম-শরবত
পুরায় না মনোরথ
পথচারীর অতি দুর্গম পথ।


এর নামই গ্রীষ্মকাল
অসহায়ের তপ্ত ভাল
তাঁর আশিসে খুলুক কপাল।


নাচে না কালবৈশাখী
নির্ঘুম সবার দুটি আঁখি
আর কি!কবিতাই লিখি----