তিনি যা করেন
আমরা তাই করি
বড় বেকুব মনটা  
বৃথা ভেবে মরি।  


তিনি যা দিয়েছেন
অতুল গুন-সম্পদ
তাতেই খুশি থাকি  
নেই ভীতির বিপদ।


তিনি যা ঘটিয়ে যান
সবই মঙ্গলের জন্য
আমরা কিছুই বুঝিনা
ভাবনাটাই হীন বোন্য।


তাঁর ভালোবাসার পূর
লক্ষকোটি যোজন দূর  
দেখালে হৃদয়-সমুদ্দুর
বাজবে মুক্তির সুর...।