(এক স্বজনের অকাল মৃত্যুতে আজ এই নিবেদন।
তার বয়স মাত্র তেরো বছর)


তাঁর হিসাব মেলেনা আমার সাথে
তাঁর হিসাব মেলেনা বন্ধু তোমার সাথে
তাঁর যায় আসেনা ভব-বাসীর রাতে প্রভাতে।


ভুল ভুল ভুল... সব কিছু ভুল
সংসারে শুধু ভুল সাপ-লুডো খেলা
তাঁর জগতে অকাল মৃত্যু মিছিলের মেলা।


যাকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরলাম
যাকে নিয়ে শতশত আশার ইমারৎ গড়লাম
হায়!সে-ই হাত নাড়িয়ে বলল,’আমি চললাম’।


অনন্ত হাসে দিব্য নীল মহাকাশে
বলে যেন ’কে তোমারে ভালোবাসে?
দেখো তাকিয়ে কে আছে তোমার আশেপাশে’?


‘আমি দেখি তোমার নিথর দেহ নিত্য
সব থেকে সহজকেই ভেবে ভেবে হও বিস্মিত
প্রাণধারার মাঝে ’মৃত্যু’ও আমার কাছে চির অমৃত’।