বয়সটা তো খাতার হিসেব
মনটা করো এভারগ্রিন
ওল্ডনেসটা কাটিয়ে দিয়ে
মজো-না প্রেমে রাতদিন!


নাহয় মনে করো তুমি
বিশ বছরের স্ফূর্ত যুবক
আমি ষোড়শী সূর্যমুখী
এই অঙ্কই হোক ধ্রুবক।


নীল সাদা ইউনিফর্মে
হও যদি ছাত্র তুমি
সাদা-লাল পেড়ে শাড়ীতে
পাশের স্কুলে পড়ব আমি।


রূপটা তো বহিঃপ্রকাশ
মনটা হোক সূর্য সম
হরিত মনে বিভোর থাকো
আমার রবীন-বুলবুল প্রিয়তম।


(আমার স্বামীর ডাক নাম রবীন-বুলবুল)