চলে যেতে হবে একদিন
আজ ফুল ফোটা দেখে যাই
কানে শোনা কিছু সুর  
বেঁধে রাখি মনে তাই।


পাখিদের কাকলী না জানি
কী মিষ্টি লাগে!  
সূর্য দেখি প্রত্যুষে
অবীর রক্তিম অনুরাগে।


সবুজ তরু লাল ফুল
দেখে শিহরণ জাগে  
মন পাখি উড়ে চলে
বাতাসের চেয়েও বেগে।


সাদা ফুল কাঁধে ব্যাগ
দেখছ বন্ধু তুমি?  
তারা ভোরে যায় স্কুলে
যা পারিনা এখন আমি।


ফুল, শিশু,গাছ, প্রকৃতিরা  
হরষিত করে শুধু    
দুষ্ট বিষ দেয় পেয়ালাতে
দিতে কি পারে মধু??