তোমার সেই শিখী-পাখায় একটা
প্রেম কাব্য লিখব অনেক দিনের
দুঃসাহসী সাধ ছিল আমার...  
কিন্তু, তুমি কোথায়!
এটা রহস্যই রয়ে গেল আমি সহ
জগতের আমজনতার কাছে...
অথচ পাগল মন বা ব্যাকুল
মনটা শুধু অবুঝ হয়ে তোমাকে
খুঁজে বেড়ায় আর পাঁচ জনের মতো।
বড় সাধ ছিল আবেগীয় স্বপ্নিল মনে
যমুনার ধারে ঘুরি তোমার সাথে...
যদি পাই সেই অষ্ট সখিদের,বাজাব
রাশের মিলন-বাঁশি মধু-বৃন্দাবনে।
বড় সাধ জাগে আজও কদম তলায়
বিরহাতুর নয়ন ভাসাই তোমার জন্য  
সব শূন্য লাগে প্রাণ কাঁদে অনুরাগে
কিন্তু, তোমাকে কোথায় পাই????