কদম গাছের ফাঁক ফোকরে
তোমার বাঁশি বাজে মন ভরে
আমি যে বড়ই উদাস---


অনেক ডেকেও পাইনি সাড়া
তবু নই আমি কভু দিশেহারা
হৃদে যে তুমি কর বাস।


হেলাফেলা জীবন কেটে যায় ক্রমে
উচ্ছ্বাস নেই শ্বাসপ্রশ্বাস আর দমে
আয়ু হয়ে আসে ক্ষীণ----


তুমি আছো ক্ষমতার বাদশা হয়ে
দিন নিভে আসে অবসাদে ক্ষয়ে
জানি অভাগারে ভাব দীন।


জগতের বহ্নি খেলা কবে হবে শেষ!
মানুষ তব শরণাগত,হয়ে যায় নিঃশেষ
একবার করে দাও ক্ষমা---


আমি নিজে শরণাগতর ই একজন
ভুল করে ভাব নাহয় একটু আপন
পূণ্য সব দিলাম তোমারে জমা।