রাতের প্রদীপ নিভে গেল
হাসল ঊষা যেই
হাসলাম আমি ঠিক তখনই
তোমার হাসিতেই।


কুসুম কলি মেলল আঁখি
উঠল কাঁপন জলে
তোমার হিয়া মিলল এসে
আমার হিয়া তলে।


কাকলীরা উঠল ডেকে
বৃক্ষ তরু ডালে
তোমার বাঁশি বাজল তখন
নৃত্য তালে তালে।


কলস কাঁখে বোধূরা সব
মিলল শালুক ঘাটে
চলল রাখাল ধেনু নিয়ে
বন পাহাড়ির মাঠে।


রবি মামা আদর করে
ঢালল শীতের সোনা
তোমার পূত প্রেমে আমি
হলাম অনন্যা।