তোমার জন্য লিখি আমি
সকাল বেলার সুর
দুপুর বেলার ব্যস্ত কাজ আর
গোধূলি মধুর।  


লিখি সাঁঝের শঙ্খধ্বনি, পূজার
পূত আয়োজন
ভজন সনে বাজে কানে
তোমার আলাপন।  


‘খাঁচার মালিক’ ডাকতে থাকে
‘কোথায়গো সেই জন?’
জানাই তাঁকে তোমার কাছেই
আছে ‘সে’ আপন।


একটু তন্দ্রা এলে চোখে
স্বপ্নে লিখি চিঠি
তোমার কাছে যাবো বলে
মেঘ-তরীতে উঠি।  


গভীর রাতের ঝিঁঝিঁর ডাক
চাঁদের মিঠেল হাসি
নীদহীনে প্রেম-কাব্য লিখি    
তোমায় ভালোবাসি।


(এই কবিতাটি অনুভূতির পরমেশ্বর বা আল্লাহ্‌-কে দিলাম)